রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-জঙ্গিদের গোলাগুলি, আটক ২
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে র্যাব ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে দেশি-বিদেশি অস্ত্রসহ জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করেছে র্যাব।
সোমবার (২৩ জানুয়ারি) ভোরে গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে রবিবার (২২ জানুয়ারি) রাতে সেখানে অভিযানে যায় র্যাব। সোমবার ভোরে র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদসহ দুই জঙ্গিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করার খবর পায় র্যাব। এরপর তাদের গতিবিধি নজরদারিতে রাখে র্যাবের গোয়েন্দারা। একপর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে অভিযান চালানো হয়। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির প্রায় আধা ঘণ্টার পর দুই জঙ্গি নেতাকে আটক করতে সক্ষম হয় র্যাব। এসময় তাদের আস্তানা থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ স্থান ভেবে কিছু জঙ্গি সেখানে আস্তানা গড়ার চেষ্টা করছে। সম্প্রতি জঙ্গিবিরোধী অভিযান জোরদার হলে বহু জঙ্গি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়ের চেষ্টা করছে। রনবীর ও বাশার একইভাবে ক্যাম্পে এসেছে।
এসজি