বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নাসিক নির্বাচন

জেতার সর্বোচ্চ প্রচেষ্টা তৈমুরের

 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১২ টায়। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে। 
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। পূর্বের নির্বাচনে নৌকা যেমন দূরবার গতিতে তীরে ভীরেছিল এবার ততোটা সহজ হবে না বলে মনে করেন ভোটাররা। 
 
বিএনপি সরাসরি সমর্থন না দিলেও ভোটের মাঠে হাতি প্রতীক নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতার আভাস দিচ্ছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যিনি নির্বাচনের প্রার্থী হওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি পেয়েছেন। 
 
ভোটের মাঠে ব্যক্তিগত জনপ্রিয়তা যতই থাকুক প্রতীক দেখে ভোট দেওয়ার ক্ষেত্রে ভুল করেন না ভোটাররা। স্থানীয় ভোটারদের দাবি এবার নৌকা খুব বেশি এগিয়ে যেতে পারবে না। তাদের বিশ্লেষণ দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতায় তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আইভী ভালো লোক কিন্তু সে তো নৌকার প্রার্থী তাই তাকে অনেক ভোটারই পছন্দ করছেন না। 
 
ব্যবসায়ী মহলের মধ্যে এক ধরণের ক্ষোভ আছে সেলিনা হায়াৎ আইভী মেয়র থাকা অবস্থায় ট্যাক্স বাড়িয়েছে। যদিও তার একক সিদ্ধান্তে ট্যাক্স বাড়েনি, তবুও দায় মেয়র হিসেবে তাকেই নিতে হচ্ছে।
 
বন্দরশাহী মসজিদের সামনে কথা হয় ব্যবসায়ী আব্দুল হালিমের সঙ্গে। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ব্যক্তি আইভী অনেক জনপ্রিয় কিন্তু নৌকার আইভী কম শক্তিশালী।মেয়র আইভী অনেক কাজ করেছেন তবে তার আচারণ অত্যান্ত রুক্ষ। তিনি৷ (আইভী) মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলেন না। অন্যদিকে তৈমুর আলম খন্দকার বিআরটিসি'র চেয়ারম্যান থাকাকালীন এলাকার বেকার যুবকদের চাকরি দিয়ে সাধারণ ভোটারদের মাঝে আস্থাশীল। তিনি (তৈমুর) একেবারে নিম্ন শ্রেণির মানুষের সঙ্গে যেমন মেশেন তেমনি উচ্চবিত্তদের সঙ্গেও তার সখ্যতা। আর কিছু ভোটার আছে যারা নৌকার প্রতি বিরক্ত। সেই তিক্ততা থেকে নৌকা বিমুখ হতে পারে ভোটাররা। 
 
এই ব্যবসায়ীর বিশ্লেষণ নারায়ণগঞ্জ আওয়ামী দুই পরিবার কেন্দ্রীক। এখানে শামীম ওসমানের বড় ভোট ব্যাংক। যেহেতু আইভীর সঙ্গে শামীম ওসমানের দ্বন্দ্ব তাই নৌকার কিছু ভোট হাতিতে যাওয়ার সম্ভাবনা বেশি। আইভী শামীম ওসমানের ভোট ব্যাংক থেকে ২০ শতাংশ ভোট টানতে পারে বলে দাবি ব্যবসায়ী হালিমের।
 
বন্দরঘাটের নৌকার মাঝি মোয়াজ্জেম অতি সাধারণ মানুষ। তবে তার বিশ্লেষণ চমৎকার। তিনি বলেন, সুষ্ঠ ভোট হলে হাতি পাশ করতে পারে। নৌকা মার্কা তো অনেক দিন চালালো এবার দেখি নতুন মানুষ জিতে কি করতে পারে। মেয়র আইভী দীর্ঘদিন ক্ষমতায় কিন্তু নদীর পানির অবস্থা দেখেন কতটা কালো। এখানে সিটি করপোরেশনের সমস্ত ময়লার ড্রেন নামানো। নদীর অবস্থা খুব খারাপ। এগুলো তো সে দেখে না। আর বেশি দিন ক্ষমতায় থাকলে নিচের দিকের মানুষের কথা মনে রাখে না।
 
তবে ভোটারদের প্রত্যাশা এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে শান্তিপূর্ণ। ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। 
এবার ভোটের শেষ দেখার প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ভোট থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে সরকারি দলের কেন্দ্রীয় নেতাদের হুমকি ও প্রশাসনের চাপে শেষ পর্যন্ত ভোট সুষ্ঠ হবে কি-না প্রশ্ন রয়েছে।  এরইমধ্যে আমার নির্বাচন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। অনেক সমর্থককে চাপ দেওয়া হচ্ছে। এসকল বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট শনিবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।
তবে তৈমুর আলম খন্দকার যেহেতু দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন তাই জেলা বিএনপির অনেক নেতাই তার সঙ্গে নেই। 
নারায়নগঞ্জ জেলা বিএনপি তিনটি গ্রুপে বিভক্ত তার একটির নেতৃত্ব দেন হাতির মার্কার তৈমুর আলম খন্দকার। অন্য দুই গ্রুপের নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম এবং উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল। স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে কথা না বলে প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ নেতারা। এই ক্ষোভ ভোটেরর মাঠে প্রকাশ পেতে পারে।
 
নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মোট ২৭ টি ওয়ার্ড রয়েছে। সংরক্ষিত ওয়ার্ড ৯ টি। এবার ১৯২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোট কক্ষের সংখ্যা ১,৩৩৩।  ভোটার রয়েছে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। তারমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। হিজরা ভোটার রয়েছে ৪ জন।
 
এসএম/
Header Ad
Header Ad

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ধানবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক ইসমাইল হোসেন (৬০) এবং হেলপার বাবু মিয়া (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা এবং বাবু মিয়া ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড়ের বোদা থেকে বগুড়ার দিকে ধান নিয়ে আসা একটি ট্রাক কশিগাড়ি এলাকায় পৌঁছালে, সেখানে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ধানবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হেলপার বাবু মিয়াকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, দুর্ঘটনার পর পাথরবোঝাই ট্রাকটি পালিয়ে যায়। ধানবোঝাই ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

Header Ad
Header Ad

কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

বিপ্লব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী বিপ্লব চন্দ্র দাসকে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এবং ২০১৬ সালের আগস্টের প্রথম প্রহরে খুন হওয়া একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, 'খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নিযার্তনকারী ঘাতক বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি৷ এরই ধারাবাহিকতা চলতে থাকবে। ক্যাম্পাসে যত সন্ত্রাসী আছে, স্বৈরাচারের যত দোসর আছে অতি শীঘ্রই ক্রমান্বয়ে আমরা সবাইকেই পুলিশের হাতে সোপর্দ করবো। আইন আমরা নিজেদের হাতে তুলে নিব না।'

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসএম আরিফুর রহমান বলেন, 'স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা প্রথমে বিপ্লব চন্দ্র দাসকে আটক করে আমাদের ফোন দেয়। পরবর্তীতে আমাদের সদস্যরা গিয়ে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।'

এ ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, 'সে ২৯ নম্বর মামলার আসামি। সেই প্রেক্ষিতে আটক করা হয়েছে।'

তবে এই মামলা কবে করা হয়েছে, কোন ধারায় করা হয়েছে, বাদী কে; সে সম্পর্কিত কোন তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আর আগে গত ১২ ডিসেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে এসকে মাসুম নামের দুই ছাত্রলীগ কর্মীকে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

Header Ad
Header Ad

টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন: সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

আগামীতে জাতীয়সহ যেসব নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে সেসব নির্বাচনে টাকার বিনিময়ে ভোটাধিকার প্রয়োগ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। কয়েক শ বা হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে সুযোগ হারালে বিজয়ীদের দ্বারা জুলুমের শিকার হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েক শ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দেব না। যে সব থেকে ভালো লোক, যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে।

ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, পাঁচ বছরে কাকে আপনি বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। ওই সুযোগটা যদি কয়েশ টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন, তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার ওপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকেও দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে অভিযোগ করে তিনি বলেন, এখন রাষ্ট্রের এ সকল সমস্যা সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা বলেন, আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের যে সময় ছিল তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল তা সরকারকে দেবে। সরকার স্টেক হোল্ডারদের সাথে কন্টালসেসনের মাধ্যমে সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দেবেন।

বক্তব্য শেষে গণঅভ্যুত্থানে নিহত পঞ্চগড়ের পাঁচ শহীদ পরিবারের মাঝে আর্খিক সহায়তা হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম। একই সময় আটোয়ারী উপজেলার প্রায় দুই হাজার দুস্থ ও দারিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তারা।

এসময় আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলার তেঁতুলিয়া উপজেলায় হেলিকপ্টার যোগে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিদর্শনসহ দুস্থ ও দারিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন: সারজিস আলম
চাঁদপুরে জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে শিক্ষিকাকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নিহত
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি কর্মকর্তাদের
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪০ (ভিডিও)
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিরামপুর সীমান্ত থেকে ২ যুবক আটক
৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
দুর্নীতির অভিযোগ অস্বীকার জয়ের, বললেন ‘একদম ভুয়া’
ভারতের আসামে নারী-শিশুসহ ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নারী-শিশুসহ নিহত ১৫
ঘুমের ওষুধ খাইয়ে জাহাজের ৭ জনকে কুপিয়ে হত্যা করা হয়: র‍্যাব
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় পাঁচজন আটক
ফরিদপুর মেডিকেলে চিকিৎসকের ওপর ছাত্রলীগ কর্মীর হামলা
চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় একজন গ্রেপ্তার