শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নাসিক নির্বাচন

জেতার সর্বোচ্চ প্রচেষ্টা তৈমুরের

 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১২ টায়। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে। 
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। পূর্বের নির্বাচনে নৌকা যেমন দূরবার গতিতে তীরে ভীরেছিল এবার ততোটা সহজ হবে না বলে মনে করেন ভোটাররা। 
 
বিএনপি সরাসরি সমর্থন না দিলেও ভোটের মাঠে হাতি প্রতীক নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতার আভাস দিচ্ছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যিনি নির্বাচনের প্রার্থী হওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি পেয়েছেন। 
 
ভোটের মাঠে ব্যক্তিগত জনপ্রিয়তা যতই থাকুক প্রতীক দেখে ভোট দেওয়ার ক্ষেত্রে ভুল করেন না ভোটাররা। স্থানীয় ভোটারদের দাবি এবার নৌকা খুব বেশি এগিয়ে যেতে পারবে না। তাদের বিশ্লেষণ দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতায় তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আইভী ভালো লোক কিন্তু সে তো নৌকার প্রার্থী তাই তাকে অনেক ভোটারই পছন্দ করছেন না। 
 
ব্যবসায়ী মহলের মধ্যে এক ধরণের ক্ষোভ আছে সেলিনা হায়াৎ আইভী মেয়র থাকা অবস্থায় ট্যাক্স বাড়িয়েছে। যদিও তার একক সিদ্ধান্তে ট্যাক্স বাড়েনি, তবুও দায় মেয়র হিসেবে তাকেই নিতে হচ্ছে।
 
বন্দরশাহী মসজিদের সামনে কথা হয় ব্যবসায়ী আব্দুল হালিমের সঙ্গে। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ব্যক্তি আইভী অনেক জনপ্রিয় কিন্তু নৌকার আইভী কম শক্তিশালী।মেয়র আইভী অনেক কাজ করেছেন তবে তার আচারণ অত্যান্ত রুক্ষ। তিনি৷ (আইভী) মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলেন না। অন্যদিকে তৈমুর আলম খন্দকার বিআরটিসি'র চেয়ারম্যান থাকাকালীন এলাকার বেকার যুবকদের চাকরি দিয়ে সাধারণ ভোটারদের মাঝে আস্থাশীল। তিনি (তৈমুর) একেবারে নিম্ন শ্রেণির মানুষের সঙ্গে যেমন মেশেন তেমনি উচ্চবিত্তদের সঙ্গেও তার সখ্যতা। আর কিছু ভোটার আছে যারা নৌকার প্রতি বিরক্ত। সেই তিক্ততা থেকে নৌকা বিমুখ হতে পারে ভোটাররা। 
 
এই ব্যবসায়ীর বিশ্লেষণ নারায়ণগঞ্জ আওয়ামী দুই পরিবার কেন্দ্রীক। এখানে শামীম ওসমানের বড় ভোট ব্যাংক। যেহেতু আইভীর সঙ্গে শামীম ওসমানের দ্বন্দ্ব তাই নৌকার কিছু ভোট হাতিতে যাওয়ার সম্ভাবনা বেশি। আইভী শামীম ওসমানের ভোট ব্যাংক থেকে ২০ শতাংশ ভোট টানতে পারে বলে দাবি ব্যবসায়ী হালিমের।
 
বন্দরঘাটের নৌকার মাঝি মোয়াজ্জেম অতি সাধারণ মানুষ। তবে তার বিশ্লেষণ চমৎকার। তিনি বলেন, সুষ্ঠ ভোট হলে হাতি পাশ করতে পারে। নৌকা মার্কা তো অনেক দিন চালালো এবার দেখি নতুন মানুষ জিতে কি করতে পারে। মেয়র আইভী দীর্ঘদিন ক্ষমতায় কিন্তু নদীর পানির অবস্থা দেখেন কতটা কালো। এখানে সিটি করপোরেশনের সমস্ত ময়লার ড্রেন নামানো। নদীর অবস্থা খুব খারাপ। এগুলো তো সে দেখে না। আর বেশি দিন ক্ষমতায় থাকলে নিচের দিকের মানুষের কথা মনে রাখে না।
 
তবে ভোটারদের প্রত্যাশা এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে শান্তিপূর্ণ। ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। 
এবার ভোটের শেষ দেখার প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ভোট থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে সরকারি দলের কেন্দ্রীয় নেতাদের হুমকি ও প্রশাসনের চাপে শেষ পর্যন্ত ভোট সুষ্ঠ হবে কি-না প্রশ্ন রয়েছে।  এরইমধ্যে আমার নির্বাচন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। অনেক সমর্থককে চাপ দেওয়া হচ্ছে। এসকল বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট শনিবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।
তবে তৈমুর আলম খন্দকার যেহেতু দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন তাই জেলা বিএনপির অনেক নেতাই তার সঙ্গে নেই। 
নারায়নগঞ্জ জেলা বিএনপি তিনটি গ্রুপে বিভক্ত তার একটির নেতৃত্ব দেন হাতির মার্কার তৈমুর আলম খন্দকার। অন্য দুই গ্রুপের নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম এবং উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল। স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে কথা না বলে প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ নেতারা। এই ক্ষোভ ভোটেরর মাঠে প্রকাশ পেতে পারে।
 
নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মোট ২৭ টি ওয়ার্ড রয়েছে। সংরক্ষিত ওয়ার্ড ৯ টি। এবার ১৯২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোট কক্ষের সংখ্যা ১,৩৩৩।  ভোটার রয়েছে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। তারমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। হিজরা ভোটার রয়েছে ৪ জন।
 
এসএম/
Header Ad

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Header Ad

অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের

ছবি: সংগৃহীত

গত অক্টোবর মাসে দেশজুড়ে সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৩৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন এবং আহত হয়েছেন ৮৭৫ জন। এরমধ্যে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭৫ জন এবং আহত হয়েছেন ৮১৫ জন। একই সময়ে রেলপথে ৬৩টি দুর্ঘটনায় ৭৬ নিহত, ২৪ জন আহত হয়েছেন। নৌ-পথে ১৯টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ৩৬ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।

এছাড়া এই সময়ে ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৩ জন নিহত, ২৩৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩০.৫৩ শতাংশ, নিহত ৩৪.৩১ শতাংশ ও আহত ২৯.৩২ শতাংশ।

শনিবার (২৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক, অনলাইন এবং ইলেক্ট্রনিক সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের সংগঠিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৪৯ চালক, ১৩৭ পথচারী, ৫১ পরিবহন শ্রমিক, ৭৩ শিক্ষার্থী, ১৮ শিক্ষক, ৭৬ নারী, ৬২ শিশু, ৫ চিকিৎসক, ৯ সাংবাদিক এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে ৬ জন পুলিশ সদস্য, ৩ সেনা সদস্য, ১ আনসার সদস্য, ১২৪ জন বিভিন্ন পরিবহনের চালক, ১১৭ জন পথচারী, ৫৮ জন নারী, ৫১ জন শিশু, ৪৯ জন শিক্ষার্থী, ৩২ জন পরিবহন শ্রমিক, ১৫ জন শিক্ষক, ৪ জন চিকিৎসক, ৬ জন সাংবাদিক, ১৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৬৩১টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৪.৪১ শতাংশ মোটরসাইকেল, ২২.৫০ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৮.৫৪ শতাংশ বাস, ১৭.৯১ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৩.৯৬ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৬.৬৫ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.০২ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। সংগঠিত মোট দুর্ঘটনার ৪৯.৪৮ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৫.২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৪.৭৭ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৯.৫১ শতাংশ বিবিধ কারণে, ০.২৫ শতাংশ ট্রেন যাববাহনে সংঘর্ষ। এবং চাকায় ওড়না পেছিয়ে ০.৭৫ শতাংশ।

সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে— দেশের সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের অনুপস্থিতি সুযোগে আইন লঙ্ঘন করে যানবাহনের অবাধ চলাচল; জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় এবং অতি বৃষ্টির কারণে সড়কের মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হওয়া; এসব গর্তের কারণে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে; জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টানিং চিহ্ন না থাকার ফলে নতুন চালকের এসব সড়কে দুর্ঘটনায় পতিত হয়েছে; মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন এবং অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানোকে।

দুর্ঘটনার প্রতিরোধে সুপারিশ হিসেবে বলা হয়েছে— জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইকের মত ছোট ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন বন্ধ করা; জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা; দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান; ধীরগতির যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা; সড়কে চাদাঁবাজি বন্ধ করা, চালকদের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা; মহাসড়কে ফুটপাত ও পথচারী পারাপারের ব্যবস্থা রাখা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা; সড়ক পরিবহন আইন যথাযতভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা; উন্নতমানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা; মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা; মেয়াদোত্তীর্ণ গণপরিবহন ও দীর্ঘদিন যাবৎ ফিটনেসহীন যানবাহন স্ক্যাপ করার উদ্যোগ নেওয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের ব্যবস্থা করা।

Header Ad

গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

ছবি: সংগৃহীত

আর মাত্র তিন পর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর চ্যাম্পিয়নদের নিয়ে উইন্ডিজ ক্রিকেট আয়োজন করছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, আর এই টুর্নামেন্টের জন্য তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

শুক্রবার (২২ নভেম্বর) দলের সঙ্গে যোগ দিয়েছেন এই টাইগার পেসার।

এর আগে বাংলাদেশ সময় বুধবার দুপুরে ঢাকা ত্যাগ করেছিলেন সাকিব। এরপর গায়ানায় সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেয় ফ্যাঞ্চাইজিটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে গ্লোবাল সুপার লিগ কতৃপক্ষ।

চোটের কারণে এই আসরে সাকিবের খেলা নিয়ে এতদিন অনিশ্চয়তায় ভুগছিলেন সাকিব। কিন্তু গত সোমবার ফিটনেস টেস্ট দিয়ে সেই অনিশ্চিয়তা দূর করেছেন তিনি। যার ফলে বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পান সাকিব।

রংপুর রাইডার্স ও গায়ানা আমাজন ওয়ারিয়র্সসহ টুর্নামেন্টটিতে অংশ নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

Header Ad

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ