হাউজিং প্রকল্পের নামে কৃষকদের জমি দখলের অভিযোগ
ঢাকার ধামরাইয়ে জোরপূর্বক কৃষকদের ফসলি জমি দখলের অভিযোগে হাউজিং প্রকল্প আকশির নগরের সকল প্রকার ব্যানার/সাইনবোর্ড ও ভরাটকৃত বালি সড়ানোর নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এর আগে গত ১৯ জানুয়ারি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী স্বাক্ষরিত নির্দেশনামূলক এক নোটিশে এ নির্দেশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়েছে, 'ধামরাই উপজেলাধীন কুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে আকশির নগর হাউজিং প্রকল্প নাম ব্যবহার করে ব্যানার/সাইনবোর্ড প্রদর্শন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস, ধামরাই এর সংরক্ষিত ভলিউম ও রেকর্ডে আকশির নগর হাউজিংয়ের নামে কোনো খতিয়ান নেই। আকশির নগর হাউজিং প্রকল্পের নাম করে স্থানীয় কৃষকদের বিভিন্নভাবে হয়রানি ও বালু ভরাট করে জোরপূর্বক ফসলি জমির শ্রেণি পরিবর্তনপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।
এমতাবস্থায় ধামরাই ধামরাই উপজেলাধীন কুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে আকশির নগর হাউজিং প্রকল্প নাম ব্যবহার করে প্রদর্শিত সকল ব্যানার/সাইনবোর্ড এবং কৃষকদের ভরাটকৃত জমির বালি আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।'
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ঢাকাপ্রকাশ-কে বলেন, তাদেরকে (আকশির নগর হাউজিং প্রকল্পের কর্মকর্তাদের) ব্যানার/সাইনবোর্ড এবং কৃষকদের ভরাটকৃত জমির বালি সরিয়ে নেওয়ার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে। ৭ দিন অতিবাহিত হওয়ার পরেও যদি ব্যানার/সাইনবোর্ড এবং কৃষকদের ভরাটকৃত জমির বালি সরিয়ে নেওয় না হয় তাহলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ