রাঙামাটি লংগদুতে পুড়লো ৩১দোকান

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজারে আগুনে পুড়ে গেছে ৩১টি দোকান। শনিবার বিকাল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা যায়, সারাদিন বাইট্টাপাড়ায় বিদ্যুৎ ছিল না, বিকাল চারটার দিকে বিদ্যুৎ আসলে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে একটি ওয়ালিং কারখানা ও ফার্নিচারের দোকানে মধ্য থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে, স্থানীয়রা সেনাবাহিনীর সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা চালায় এবং অনেকটা নিয়ন্ত্রণে আনে, পরবর্তীতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগই ছিল ফার্নিচার তৈরির কারখানা।
প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা ছাড়াবে বলে মনে করছেন স্থানীয়রা। লংগদু জেলা আওয়ামী সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু জানান, বিকাল ৫টার দিকে আগুনের সূত্রপাত একটি গ্যারেজ ও ফার্নিচারের দোকানের মধ্য থেকে। এতে স্থানীয়দের থেকে জানাতে পেরেছি ৩১টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কৌটি টাকা ছাড়াবে।
রাঙামাটির লংগদু উপজেলা নির্বাহী অফিসার (অ: দা) আকিব ওসমান জানান, একটি ফার্নিচারের দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। পরে আগুন বাজারে পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পরে। সেনাবাহিনী, স্থানীয়রা ও দীঘিনালা ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে।
এএজেড
