আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু করেন পাকিস্তানের মাওলানা ওসমান। পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এ ছাড়াও সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী। পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
তা ছাড়াও জুম্মার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি) ও বাদ আছর সাইদ বিন সাদ কান্ধলভী বয়ান করবেন। পরে তা বাংলায় তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন। আর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তার বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব বিষয় নিশ্চিত করেছেন।
তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর এই পর্বে অংশগ্রহণের সম্ভাবনা না থাকলেও তার তিন ছেলে ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার(১৯ জানুয়ারি ) দুপুরে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, মেঝো ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী ছাড়াও তাদের সঙ্গে মাওলানা সাদের মেয়ের জামাতা মাওলানা হাসানসহ সাতজনের একটি জামাত ইজতেমা ময়দানে পৌঁছে।
মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, আখেরি মোনাজাত ও জুম্মার নামাজ পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।
এসআইএইচ