রাঙ্গুনিয়ায় ফের আগুনে পুড়ল বসতঘর, গবাদি পশু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ফের আগুনে পুড়লো বসতঘর। এতে ১টি গবাদি পশুসহ বসত ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই। আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে এলাকাবাসী জানান। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের হালিমপুর গ্রামের বাইশ্যেরডেবা এলাকার আহমদ ছাপার ছেলে আবদুল মান্নান মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়া জানান, বৃহস্প্রতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ আবদুল মান্নান মাঝির বসত ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তার স্ত্রী। মুহূর্তের মধ্যে আগুনের চারদিকে ছড়িয়ে পড়লে বসত ঘর,রান্নাঘর, ঘরে থাকা সব আসবাবপত্র ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘরের সকল আসবাব ও গোয়াল ঘরে থাকা ২টি গরুর ১টি পুড়ে ছাই হয়ে যায়। আরেকটি গরু অর্ধদগ্ধ অবস্থায় বের করতে সক্ষম হয়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে বসতঘর ও গোয়াল ঘরে থাকা ১টি গরু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার প্রাথমিক ধারণা করা হচ্ছে। এদিকে আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ আবদুল মান্নান মাঝি।
এএজেড
