৫ লাখ টাকার চোরাই কেমিক্যাল উদ্ধার, আটক ২
সাভারের চামড়া শিল্প নগরীর ২নং গেট এলাকায় অবস্থিত এ এন লেদার করপোরেশন নামে একটি কেমিক্যাল গোডাউন থেকে কেমিক্যাল চুরির ঘটনার ৫ দিন পর আশুলিয়া থেকে চুরি হওয়া এসব কেমিক্যাল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ ও ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে আশুলিয়ার আউকপাড়া এলাকার একটি বাসা থেকে এসব কেমিক্যাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- গাজীপুরের টঙ্গী থানাধীন এরশাদ নগর এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে মো. পুরন হোসেন (২৬) ও আশুলিয়ার আউকপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে জুয়েল আলী (২৫)।
কেমিক্যালগুলো আটক জুয়েল আলীর বাসা থেকেই উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাভারের চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রাসেল মোল্লা বলেন, গত ১৪ জানুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তরা শিল্প নগরী সংলগ্ন মাইনুল হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এসব কেমিক্যাল চুরি করে। পরে গোডাউন মালিক মাইনুল হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আজ ভোরে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়, একই সঙ্গে আশুলিয়ার আউকপাড়া এলাকার একটি বাসা থেকে চোরাই যাওয়া ২৩ ড্রাম বিভিন্ন লিকুইড কেমিক্যাল ও এক কার্টন ড্রাই কেমিক্যাল উদ্ধার করা হয়।
রাসেল মোল্লা আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ এন লেদার করপোরেশনের মালিক মাইনুল হোসেন বলেন, চুরি যাওয়া এসব কেমিক্যালের সবটাই চামড়া শিল্পের চামড়া প্রক্রিয়াজাতকরণের ফিনিশিং পর্যায়ে ব্যবহৃত হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
এসজি