কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম দেলোয়ার হোসেন (৩৮)। তিনি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের উত্তর চাঁনপুর এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ আফজল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, মূলত যৌতুকের জন্য দেলোয়ার তার স্ত্রী প্রজ্ঞা (২৬) কে হত্যা করে। ২০১৮ সালে পারিবারিক ভাবে ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মোস্তফার মেয়েকে বিয়ে হয় করিমগঞ্জের মৃত ইমাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে। বিয়ের তিন মাস পরে প্রবাসে চলে গেলেও দুই মাস পর পুনরায় দেশে ফিরে আসে তার স্বামী। অর্থ সংকটে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য প্রজ্ঞার উপর শারীরিক-মানসিক নির্যাতন করত দেলোয়ার হোসেন। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২১ মার্চ সকালে বাকবিতণ্ডায় জড়ায় দুজনেই। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বলতে থাকার এক পর্যায়ে গরু জবাই করার ছুরি দিয়ে প্রজ্ঞাকে কুপিয়ে মাথায় ও কানের একপাশে আঘাত করে হত্যা করার পর দেলোয়ার পালিয়ে যায়। পরে ওই দিন বিকালেই প্রজ্ঞার বাবা আহসান মোস্তফা বাদী হয়ে করিমগঞ্জ থানায় দেলোয়ারকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। রাতেই তাকে ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানা পুলিশ। জানা যায়, প্রজ্ঞাকে হত্যা করার সময় তাদের সংসারে তিন মাস বয়সী একটি কন্যা সন্তান ছিল।
এরপরে ২০১৯সালের ২৯ জুলাই তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন করিমগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ।