মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতোমধ্যে ইজতেমা মাঠের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে অংশ নিতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিপুল সংখ্যক মুসল্লি জমায়েত হবেন বলে আশা করছেন ইজতেমা আয়োজক কমিটি।

মাওলানা সাদের অনুসারী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমায় বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এখানে তারা শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান। দেশের সব জেলা থেকে ৮৫ খিত্তার নজমের জামাত ইতোমধ্যে ময়দানে চলে এসেছেন। প্রতি খিত্তার জামাত, সেন্ট্রাল জামাতসহ ২ জামাতের প্রায় ২০ হাজার সাথী ময়দানে অবস্থান করছেন। তাদের নিয়ে আজ সকাল থেকে ময়দানে বিভিন্ন বিষয়ে বয়ান হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। ইজতেমায় লাখো মানুষ আসবেন। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে সবার নিরাপত্তা নিশ্চিত করা।

যশোর জেলা থেকে আসা মো. আরাফাত বলেন, ময়দানে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের বয়ান শোনার পাশাপাশি নামাজ, তসবিহ-তাহলিল, জিকির-আসগার ও নফল ইবাদতে মশগুল থাকব।

ভারত থেকে আসা এক মুসল্লি বলেন, ২ বছর পর টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে পেরে আমরা খুবই খুশি। আমরা বাংলাদেশেকে ভালোবাসি। টঙ্গীর বিশ্ব ইজতেমাকে ভালোবাসি। এ আয়োজনে সহায়তা করায় বাংলাদেশের সরকারকে অভিনন্দন জানাই।

এসজি

Header Ad
Header Ad

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম। কেজি দরে ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে আসলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্প্রতি গাজীপুর শহরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির ঘটনা ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম—এ নিয়ে চলছে বিতর্ক ও মতবিরোধ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী কমদামে ঘোড়ার মাংস কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে।

জানা গেছে, চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও পরবর্তীতে প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হতে থাকে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোড়া জবাই ও মাংস বিক্রির বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

সাধারণ মানুষকে এ ধরনের মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর সতর্কবার্তা জারি করেছে।

Header Ad
Header Ad

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

ক্রিকেটার হিসেবে ভুয়া টুর্নামেন্টের কাগজপত্র দেখিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, আটককৃতরা প্রতারণার আশ্রয় নিয়ে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হন। তারা একটি ভুয়া কাগজপত্র উপস্থাপন করেন, যেখানে বলা হয়েছে যে তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে এসেছেন। উল্লেখ করা হয়েছিল যে এই টুর্নামেন্টটি হবে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত।

তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান, ওই কাগজপত্রটি ভুয়া এবং উল্লেখিত সময়ে কোনো ক্রিকেট ম্যাচের আয়োজন নেই।

এজেন্সির কর্মকর্তারা জানান, এই কথিত ক্রিকেটাররা এক ব্যক্তিকে তাদের স্পন্সর হিসেবে দেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু ওই স্পন্সর জানান যে তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছুই জানেন না এবং তিনি শুধুমাত্র কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।

বিস্তারিত তদন্তের পর স্পষ্ট হয় যে এই বাংলাদেশিরা আসলে ক্রিকেটার নন। তারা একটি সিন্ডিকেটের অংশ হিসেবে ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। পরবর্তীতে তাদেরকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

বর্ডার কন্ট্রোল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেসব ব্যক্তি বা গোষ্ঠী খেলোয়াড় ভিসার অপব্যবহার করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Header Ad
Header Ad

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েন্সার ওরি আটক

বলিউড ইনফ্লুয়েন্সার ওরি। ছবি: সংগৃহীত

বলিউডের অন্দরে সব তারতার সঙ্গে দেখা যায় জনপ্রিয় ইনফ্লুয়েনসার ওরিকে। এমনকী আম্বানি পরিবারের সঙ্গেও রয়েছে তার দারুণ সখ্য। জনপ্রিয় এই বলি ইনফ্লুয়েনসারকে আটক করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে।

বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপান করায় তাকে আটক করে জম্মু-কাশ্মীর পুলিশ। জানা গেছে, জায়গাটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ব্যাপারে নিষেধ রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি।

কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ওরি-সহ তার সাত বন্ধু দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

বলিউড ইনফ্লুয়েন্সার ওরি। ছবি: সংগৃহীত

রিয়াসি পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ‘ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে কেউ লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ওরির জীবনযাত্রা নিয়ে উৎসাহের অন্ত নেই নেটাপাড়ার বাসিন্দাদের। মাত্র তিন-চার বছরের মধ্যে নেটপ্রভাবী হয়ে উঠেছেন ওরি। আম্বানিদের বাড়ির বিয়ে হোক, কিংবা বলি নায়িকার সাধের অনুষ্ঠান, বলিউডের যে কোনো উদযাপনে তার উপস্থিতি অবধারিত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েন্সার ওরি আটক
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব
গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী
সাদ্দাম-ইনানসহ ঢাবির বহিষ্কৃত ১২৮ ছাত্রলীগ নেতার নাম-পরিচয় প্রকাশ
গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০
১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!
নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি (ভিডিও)
যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব
এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
আপনি কি পরিবারের বড় সন্তান? আপনাকে অভিনন্দন!
টিসিবির জন্য রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারের
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
শেখ হাসিনা ও রেহানার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ
ফেসবুক স্টোরি থেকেও আয়ের সুযোগ