নাটোরে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ
নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৫শ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬ ব্যবসায়ীকে মোট ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বুধবার (১৮ জানুয়ারি) রাতে ওই দুই উপজেলায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে নাটোর র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সদস্যরা। এ সময় ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ওই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
এ ব্যাপারে নাটোর র্যাব অফিসের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানার কুমারখালী গ্রাম এবং সিংড়া থানাধীন চকবলরামপুর এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় গুরুদাসপুরের “মেসার্স ভাই ভাই ট্রেডার্স” গুড় কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা, সিংড়ার “সোহেল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিককে ২০ হাজার টাকা, “নুরুজ্জামান গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক কে ৩৫ হাজার টাকা, “আজহারুল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিককে ২৫ হাজার টাকা, “তফিকুল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিককে ১৫ হাজার টাকা এবং “শাহিন গুড় ভান্ডার” গুড় কারখানার মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ওই সময় উল্লেখিত ভেজাল গুড় ও ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। জরিমানার ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এসআইএইচ