অসুন্তুষ্টির আনেক বিষয় আছে: মানবাধিকার চেয়ারম্যান
পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতে নিয়ে অসুন্তুষ্টির অনেক বিষয় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশনের গণ শুনানীতে তিনি এ মন্তব্য করেন।
গণ শুনানীতে চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে কাউকে খুন করা হয়েছে, কারো বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে এতে অবশ্যই মানবাধিকার লংঘন হয়েছে। সকলের তথ্যের উপর বিচার বিশ্লেষন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এখনো হতাশ হবার মতো পরিস্থিতি হয়নি। ধৈর্য্য ধরে এসব সমস্যা সময় নিয়ে সমাধান করতে হবে।
গণ শুনানী পরিচালনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মো: কামাল উদ্দিন আহমেদ। এসময়ে কমিশনের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গণশুনানীতে স্থানীয় নানা সম্প্রদায়ের সাধারণ মানুষ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণ কারীরা পার্বত্য এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলেন। একই সাথে দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন, অবৈধ অস্ত্র বন্ধের মাধম্যমে স্থায়ী শান্তি প্রতিষ্টার দাবিও করেন।
গণ শুনানীতে জাতীয় মানবাধিকার কমিশন সদস্য কাওসার আহমেদ, মো: আমিনুল ইসলাম, কংজুরী চৌধুরী, কমিশনের সার্বক্ষনিক সদস্য সেলিম রেজা, কমিশন সচিব (যুগ্ম সচিব) নারায়ন চন্দ্র সরকার, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ উপস্থিত ছিলেন।
এএজেড