পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ভাঙচুর
গাজীপুরে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৮জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধ চলছে।
নিহত রবিউল ইসলাম (৪০) গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার বাসিন্দা। তিনি সুতার ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য মতে, মুঠোফোনে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানা পুলিশ। পরের দিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও মাহবুবসহ একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে আসে। পরে রাতে পরিবারের লোকজন জানতে পারেন, রবিউল মারা গেছেন। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা ওই মহাসড়কে পুলিশের তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ভোগরা বাইপাস মোড়ে বাসন থানার পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে বাসন থানার ওসি মালেক খসরু খানের জানান, থানার দুই এসআই রবিউলকে আটক করে থানায় নিয়ে এসেছিল। পরে তার স্বজন ও স্থানীয়দের আবেদন-তিনি ভালো, সেই দাবির প্রেক্ষিতে রাতে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে নিয়ে যাওয়ার সময় তিনি গাড়িচাপায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তবে স্বজন ও এলাকাবাসী রটান-রবিউল পুলিশ হেফাজতে মারা গেছেন।
এসআইএইচ