টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবি জানায়, আটক মো. সিরাজুল ইসলাম (২৫) সংঘবদ্ধ মাদক ও মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি টেকনাফ বরইতলী গ্রামের মোহাম্মদ শাহ’র ছেলে।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের চালান টেকনাফে প্রবেশ করার সংবাদে সোমবার রাতে সংঘবদ্ধ মাদক ও মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মো. সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি করে মো. সিরাজুল ইসলামের বাড়ির পেছনে লাকড়ির স্তুপের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় মো. সিরাজুল ইসলামকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, আটক সিরাজুল ইসলাম স্বীকারোক্তিতে জানায় যে নাফ নদীর পাড়ে মো. আল-আমিনের (২৮) কাছে ৫ হাজার টাকার বিনিময়ে ১০ হাজার ইয়াবা বিক্রি করে। ইয়াবা বিক্রির ৫ হাজার টাকাসহ ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে জব্দ করা ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকাসহ নিয়মিত মামলার মাধ্যমে মঙ্গলবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ইতিপূর্বে সিরাজুল ইসলামকে ২০২২ সালের ২৭ আগস্ট ২০ হাজার ইয়াবাসহ অবৈধভাবে মাদক বহন ও মানব পাচারের দায়ে আটক করা হয়। পরে সিরাজুল ইসলাম গত ২৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে আবারও ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।
এসআইএইচ