‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না’
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেছেন, যারা ২০২৪ সালেও ২০১৪ ও ২০১৮ মার্কা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন আর পূর্ণ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ২০২৪ সালে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে। আমাদের স্পষ্ট কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। দিনের ভোট রাতে, ফরমায়েশি কিংবা ষড়যন্ত্রের কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘নিজেদের ক্ষোভ, দ্বিধা ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটাতে হবে। আন্দোলনে সম্পৃক্ত করার জন্য বিএনপি ঘোষিত ১০ দফা দাবি সম্পর্কে জনগণকে বোঝাতে হবে। এই লড়াইয়ে বিএনপিকে জিততেই হবে। কারণ বিএনপির জয় মানেই বাংলাদেশের জয়। বিএনপি হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে।’
বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। পেটুয়া বাহিনী দিয়ে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতায় রয়েছে। এজন্যই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেই জনগণের দুর্দিনেও তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং গণবিরোধী।’
নওগাঁ সদর উপজেলা ও নওগাঁ পৌর বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজার রহমান। সমাবেশে আরও বক্তব্য নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার কামাল (চঞ্চল), পৌর বিএনপির আহ্বায়ক শেখ আব্দুর শুকুর, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
এসজি