ফেনীতে বিপন্ন প্রজাতির 'হিমালয়ী গ্রিফন' শকুন উদ্ধার
ফেনীর সোনাগাজীতে বিপন্ন প্রজাতির 'হিমালয়ী গ্রিফন' শকুন উদ্ধার করেছে বন বিভাগ ও প্রাণী বিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম।
ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম জানায়, টিমের কাছে খবর আসে সোনাগাজী উপজেলার চর খোন্দকার ইঞ্জিনিয়ার পাড়ায় আহত অবস্থায় একটি 'হিমালয়ী গ্রিফন' শকুন আটক করেছে স্থানীয়রা। পরবর্তীতে রবিবার (১৫ জানুয়ারি) বিকালে ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর অ্যান্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি তাৎক্ষণিক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর আবদুল্লাহ আল সাদিকে বিষয়টি জানিয়ে ফেনী বন বিভাগের ফরেস্টার বাবুল চন্দ্র ভৌমিকের সঙ্গে আলোচনা করেন। পরে সোনাগাজী উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান এবং হিমালয়ী গ্রিফন শকুনটি উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের তত্ববধানে রাখার জন্য শকুনটি হস্তান্তর করেন ফেনীর সামাজিক বন বিভাগ।
ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর এন্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি জানান, সুস্থ হওয়ার পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশ অথবা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
এসআইএইচ