৬ রোহিঙ্গাকে অপহরণ ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি
কক্সবাজারের টেকনাফে চার কৃষককে অপহরণ করে মুক্তিপণের রেশ কাটতে না কাটতে এবার ৬ রোহিঙ্গাকে অপহরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- মো. ফরোয়াজ, মো. জোহার, মো. নুর, নুরুল হক, জাহিদ হোসেন ও মো. ইদ্রিস। তারা সবাই ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
এর আগে গত ৮ জানুয়ারি ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারা দেওয়ার সময় ওই চার কৃষককে অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের কাছে মোট ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ৬ লাখ টাকা দিয়ে তিনজন মুক্তি পান বলে জানান স্থানীয় চেয়ারম্যান।
এপিবিএনের পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার পর চোরাইপথে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলস্থ ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের অপহরণ করা হয়। রাত সাড়ে ১২টার পর থেকে তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে।
তিনি জানান, অপহৃত ৬ রোহিঙ্গাকে স্থানীয় এক ব্যক্তি কাজ দেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারে জেলা পুলিশের সমন্বয়ে এপিবিএন তৎপরতা চালাচ্ছে। গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে ১১ জন রোহিঙ্গা ও ২০ জন স্থানীয় বাঙালি।
এএজেড