রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা, কারণ দর্শানোর নোটিশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের পথ্য (খাদ্য) সরবরাহের টেন্ডারে অনিয়ম ও উদ্দেশ্যপ্রণোদিত স্বেচ্ছাচারিতার মাধ্যমে শর্তপরিবর্তনের অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ওই টেন্ডারের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না, জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানকে কারণ ব্যাখ্যার আদেশপ্রদান করেছেন বিজ্ঞ আদালত।

মামলা সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২২-২৩ অর্থ বছরের আন্তঃবিভাগের ভর্তি রোগীদের পথ্য (খাদ্য) সরবরাহের জন্য ২০২২ সালের ২৫ আগষ্ট টেন্ডার আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী দরপত্র সংগ্রহের শেষ দিন ছিল ওই বছরেরই ১০ সেপ্টেম্বর।

উল্লেখিত সময়ের মধ্যে স্থানীয় ঠিকাদাররা উক্ত দরপত্রে অংশগ্রহণ করেন। কিন্তু অজ্ঞাত কারণে ওই দরপত্রটি বাতিল করেন কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ ডিসেম্বর পুনঃদরপত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়।

পুনঃদরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট ঠিকাদারগণ দরপত্র ক্রয় করতে গিয়ে দেখেন, পূর্বের দরপত্রের শর্তপরিবর্তন করে পুনঃদরপত্রে নতুন নতুন শর্তারোপ করা হয়েছে। এতে তারা দরপত্রে অংশ নিতে পারেননি।

নিয়ম অনুযায়ী আহবানকৃত প্রথম দরপত্রে যেসব শর্ত দেওয়া ছিল পুনঃদরপত্রেও সেসব শর্ত বহাল থাকার নিয়ম থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান নিয়ম ভঙ্গ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে শর্তপরিবর্তন করে পুনঃদরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে ঠিকাদারা অংশ নিতে না পারায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে প্রথম দরপত্রে অংশ নেওয়া মেসার্স শাম্মী কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মো. ফজলে এলাহী বাদী হয়ে ওই দরপত্রের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমানকে বিবাদী করে দিনাজপুর বিজ্ঞ সহকারী জজ আদালতে গত ১০ জানুয়ারী মামলা দায়ের করেন।

মামলা প্রেক্ষিতে ১১ জানুয়ারী বিজ্ঞ আদালত উক্ত টেন্ডারের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না এই মর্মে, ১০ কার্যদিবসের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ আদেশ প্রদান করেছেন।

এদিকে মামলার বাদী মেসার্স শাম্মী কনস্ট্রাকশন এর স্বত্তাধিকারী মো. ফজলে এলাহী জানান, টেন্ডার 'প্রকিউরমেন্টবিডি' অনুযায়ী তৃতীয় অধ্যায় (অংশ-৪) দরপত্র, প্রস্তাব, ইত্যাদি বাতিলকরণ (৩৩-৩৫)৩৪ এ বাতিল পরবর্তী গৃহীতব্য ব্যবস্থার (৩) এ বলা রয়েছে গ্রহণযোগ্য না হওয়ার কারণে কোন দরপত্র, কোটেশন বা প্রস্তাব বিধি ৩৩(২) অনুসারে বাতিল করা হইলে সংশোধিত দলিলের ভিত্তিতে নতুনভাবে দরপত্র, কোটেশন অগ্রহব্যক্তকরণের অনুরোধ সম্বলিত আবেদনপত্র বা প্রস্তাব আহবান করা যেতে পারে, যাতে ইতোপূর্বে যারা অংশগ্রহণ করেছেন বা প্রাক-যোগ্য বা সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন তাহারা সকলে অংশগ্রহণের সুযোগ পায় বা তাদেরকে পুনঃআহবান জানানো যায়। কিন্তু এসব আইন না মেনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান অনিয়ম ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে শর্তপরিবর্তন করে টেন্ডার আহবান করেছেন যা আইন বহির্ভূত।

এ ব্যাপারে কথা বললে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, প্রথম দরপত্র বিজ্ঞপ্তিটি পূর্বের টেন্ডার 'প্রকিউরমেন্টবিডি' অনুযায়ী করা হয়েছিল। পুনঃদরপত্র বিজ্ঞপ্তিটি ২০২১ সালের সংশোধিত টেন্ডার 'প্রকিউরমেন্টবিডি' অনুযায়ী করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মামলা হয়েছে কি-না তা সঠিক বলতে পারবো না। তবে আদালত কর্তৃক কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। যে ঠিকাদার আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাকে আমি চিনি বা জানি না। সেহেতু উদ্দেশ্য প্রণীতভাবে কোনো কিছু করা হয়নি।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. বোরহানুল সিদ্দিক বলেন, প্রথম টেন্ডারে কিছু ক্রটি থাকায় এবং টেন্ডারের গোপনীয়তা প্রকাশ পাওয়ায় অডিট আপত্তি এড়াতে ২০২১ সালের সংশোধিত টেন্ডার 'প্রকিউরমেন্টবিডি' অনুযায়ী করা হয়েছে। শর্তপরিবর্তন না করা হলে অডিট আপত্তিসহ আইনি জটিলতা সৃষ্টি হতো।
এএজেড

Header Ad

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছবি: সংগৃহীত

গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর আগে, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩ শিক্ষার্থী নিহত হন।

এদিকে এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Header Ad

বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে আজ। এতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা করা হবে।

রোববার (২৪ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় বাংলাদেশ-বেল‌জিয়ামের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে বাংলা‌দে‌শের প‌ক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম ও বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিকবিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্ব দে‌বেন।

এরইমধ্যে আজ ভোরে কুরম্যান তার প্রতি‌নি‌ধিদল নিয়ে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

এর আগে, বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানান, সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

Header Ad

রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন—আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, মিরপুর থেকে আসা দগ্ধ সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের