মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেশের উত্তরের জেলা পঞ্চগড়। গত কয়েকদিন ধরে এই জেলায় হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। সেইসঙ্গে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ ডিগ্রিতে। এর পাশাপাশি জেলায় চলছে মাঝারী শৈত্যপ্রবাহ।
তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে জেলায় রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। সকালে হিমেল হাওয়া কিছুটা কম থাকলেও ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট ঢেকে যায়। তবে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বেড়ে যায়। অন্যদিকে বিকেল গড়াতেই আবারো শীত শুরু হয়।
এমন পরিস্থিতিতে তীব্র শীতে সময় মতো কাজে যোগ দিতে পারছে না জেলার শ্রমজীবী মানুষেরা।
সদর উপজেলার দিনমজুর শহীদ আলী বলেন, শীতে মনে হয় হাত পা কেটে যাচ্ছে। ঠান্ডার কারণে বাইরে বের হওয়া যায় না। কাজে যেতে পারি না। খুব কষ্টে দিনাতিপাত করছি।
এদিকে চলতি মাসের শেষে আবারো শৈতপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এসআইএইচ