ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যুতে স্বামী গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও দুই ছেলে-মেয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় স্বামী রাশেদুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
তিনি বলেন, নিহত সুমি আক্তারের (২৮) বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত সুমি আক্তার পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র আরও জানায়, পারিবারিক কলহের জের ধরে এদিন সুমি আক্তার তার দুই শিশু সন্তানকে নিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই সুমি আক্তার ও তার পাঁচ বছর বয়সী মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন মারা যান। হাসপাতালে নেওয়ার পর অপর শিশু সন্তান তৌহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসআইএইচ