আজ থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলবে পর্যটকবাহী জাহাজ
অবশেষে মিলল টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি। শীত মৌসুমের তিন মাসের মাথায় আজ শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে কক্সবাজারের এই নৌ-রুটে চলাচল করবে পর্যটকবাহী দুটি জাহাজ।
গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠকে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনে আসা-যাওয়ার অনুমতি পেয়েছে জাহাজ এমভি রাজহংস ও এমভি পারিজাত।
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করতে আর কোনো বাঁধা রইলো না। পর্যটকদের নিরাপদে ভ্রমণের জন্য অনুরোধ জানাচ্ছি।
এসআইএইচ