অবৈধ ইটভাটায় ভ্রামমাণ আদালতের জরিমানা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রামমাণ আদালত চার ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে।
বুধবার (১১ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আসিফ এবং প্রসিকিটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।
পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, পীরগঞ্জ উপজেলার মেসার্স এস বি এস ব্রিকস ভাটাকে এক লক্ষ টাকা, মেসার্স এস বি ব্রিকস ভাটাকে এক লক্ষ টাকা, মেসার্স ডি আর ব্রিকস ভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও মেসার্স ৭ ব্রিকস ভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
এএজেড