মাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মাটিরাঙ্গা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় (১১ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজ মাঠে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি, কলেজ অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও স্থানীয় জনসাধারণের মাঝে নগদ ২০ হাজার টাকা বিশেষ মানবিক সহায়তা হিসেবে প্রদান করেন। পরে, জোন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা কার্যক্রম শেষে উপস্থিত জনসাধারন বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে এবং বিশেষত মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এএজেড