উল্লাপাড়া যেখানে সেখানে বর্জ্য, দুর্ভোগে বাসিন্দারা
উল্লাপাড়া পৌরসভার নিজস্ব ডাম্পিং পয়েন্ট নেই। যে কারণে যেখানে সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। পৌরবাসীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া পৌরসভা। প্রতিষ্ঠার সময় এটি ছিল ‘গ’ শ্রেণিভুক্ত। বর্তমানে এই পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নিত হয়েছে। দীর্ঘ ২৭ বছরে এখানে জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। কিন্তু বাড়েনি নাগরিক সুবিধা। দীর্ঘদিনেও তৈরি হয়নি আর্বজনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট।
পৌরবাসীর অভিযোগ যেখানে সেখানে বর্জ্য ও আবর্জনা ফেলা হচ্ছে। বিশেষ করে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত এইচ.টি. ইমাম পৌর মুক্ত মঞ্চের পাশে, ঝিকিড়া পাটবন্দরের পাশে, বিজ্ঞান কলেজের পাশে ও পৌর বাস টার্মিনালের পাশে ফেলা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। ফলে দুর্গন্ধে পাশের রাস্তা দিয়ে পৌরবাসীর চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। আবাসিক এলাকার বাসিন্দারা পৌরবাসী পৌরসভা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করার জন্য অনেকবার আবেদন জানিয়েছেন। কিন্তু এতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।
সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল আলিম, আতিকুল ইসলাম, শারমিন খাতুন জানান, এই পথে যাতায়াতের সময় খুব দুর্গন্ধ সহ্য করতে হয়। এ কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়। তারা অবিলম্বে একটি নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট স্থাপনের জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম পৌরসভায় নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট তৈরি না করায় নাগরিকদের বিভিন্নমুখী কষ্ট ও দুভোর্গের কথা স্বীকার করেন। তিনি জানান, আসলেই পৌরসভার বিভিন্ন স্থানে বর্জ্য-আবর্জনা ফেলা হচ্ছে। এটি স্বাস্থ্যসম্মত নয়। তবে পৌরসভা কর্তৃপক্ষ ইতোমধ্যেই ডাম্পিং পয়েন্ট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে। নিরসন হবে পৌরবাসীর অনেক দিনের দুভোর্গ।
/এএন