কুড়িগ্রাম সীমান্তে বিজিবির শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শীতার্ত ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে লালমনিরহাট বিজিবি। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গংগারহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের মাঝে পাঁচ শতাধিক কম্বল এবং ছয় শতাধিক চিকিৎসা বঞ্চিত নারী-পুরুষ-শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ সময় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি, সহকারী পরিচালক মিজানুর রহমান, বেসামরিক মেডিক্যাল অফিসার ডা. নির্মলেন্দু সাঁজোয়াল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু, বিজিবির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি জানান, লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে ফুলবাড়ী সীমান্ত এলাকায় শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক কম্বল, ছয় শতাধিক দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রকার ওষুধ বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, লালমনিরহাট-১৫ বিজিবির পক্ষ থেকে প্রতি মাসে বিভিন্ন সীমান্তে দুস্থ জনসাধারণের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আমরা সব সময় সীমান্তে বসবাসকারী দুস্থ জনসাধারণের সুখে-দুঃখে বিজিবি সবসময় পাশে থাকবে।
এসআইএইচ