থানচিতে পর্যটক ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা
নিরাপত্তার কারণে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় আবারও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়াও গত ১১ ডিসেম্বর দেওয়া রোয়াংছড়ি ও রুমা উপজেলায় অনির্দিষ্টকালের ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল রাখা হয়েছে।
গতকাল সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি (রুটিন ডিউটি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। আর এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানচি উপজেলার তৎসংলগ্ন এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করায় বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় পর্যটকদের নিরাপত্তার কারণে ১১ থেকে ১৭ জানুয়ারি স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণে নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর রোয়াংছড়ি, রুমা, ও থানচি উপজেলায় আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছিল। সেই নিষেধাজ্ঞার শেষদিনে তা বৃদ্ধি করে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তার আগে গত ১৮ অক্টোবর বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট। এরপর ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় ফের মেয়াদ বাড়ানো হয়।
এরপর তৃতীয় দফায় ৪ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর ভ্রমণে নিষেধাজ্ঞা এবং ১২ নভেম্বর পঞ্চম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
এ ছাড়াও ১৬ নভেম্বর ষষ্ঠ দফায় বাড়ানো মেয়াদ ২০ নভেম্বর শেষ হয়। সপ্তম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত ছিল। পরে অষ্টম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর করা হয়। আর এ নিষেধাজ্ঞার আওতায় থানচি ও আলীকদম উপজেলা ছিল না। তবে ৪ ডিসেম্বর ফের ৭ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় থানচি উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়।
গত ৭ ডিসেম্বর থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা বাতিল করে রুমা-রোয়াংছড়ি ভ্রমণে ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে প্রশাসন। পরে ১১ ডিসেম্বর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রশাসন।
এসআইএইচ