দুই ট্রাকের সংঘর্ষ, আড়াই ঘণ্টা ট্রাকে আটকে ছিল চালক

টাঙ্গাইলের ঘাটাইলে সিমেন্ট ও বালুবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক-হেলপারসহ আরও তিনজন। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বাবার নাম মো. আজবার আলী। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বনগাঁও হতিগ্রামে। তিনি সিমেন্টবাহী ট্রাকের চালক ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে সিমেন্টবাহী ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে হরিপুর স্কুলের সামনে এলেঙ্গাগামী অপর একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকচালক মারা যায়। এ ঘটনায় বালুবাহী ট্রাকচালকসহ দুই ট্রাকের তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে। এরপর আহত তিনজনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের মধ্যে বালুবাহী ট্রাকের চালক ও হেলপারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সিমেন্টবাহী ট্রাকের হেলপার ঘাটাইল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সিমেন্টবাহী ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতরা ঘাটাইল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহতদের পরিচয় শনাক্ত চলছে। আইগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসআইএইচ
