ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অবৈধ ইটভাটা নিয়ে 'ঢাকাপ্রকাশ'-এ সংবাদ প্রকাশের পর রাঙ্গুনিয়ার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা পরিষদ কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম। এসময় ঘাগড়া ভূমি তহসিলদার এনামুল হক, মো. আকরাম ও রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ইসলামপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর মালিকানধীন একতা ব্রিকস (এবিসি-১) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রশাসনের নিয়ে যাওয়া এক্সকাভেটর যন্ত্র দিয়ে ইটের চিমনি ও ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটার পাশে রাখা প্রায় ১০-১৫ হাজার কাঁচা ইটও নষ্ট করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম বলেন, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। কিন্তু পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই জরিমানা করা ইটভাটাটির। ফলে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ ভাটাটি ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পরিষদের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট প্রতীক দত্ত বলেন, আদালতের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটার মালিক জনপ্রতিনিধি হোক আর প্রভাবশালীই হোক সবগুলো অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে এবং উচ্ছেদের পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলায় চালু থাকা ৬৯টি ইটভাটার মধ্যে ৬৬টি ইটভাটা চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধের কাজ শুরু করে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর। এ নিয়ে গত ৭ জানুয়ারি ‘বন উজাড় করে শতাধিক অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ’ ও ৮ জানুয়ারি ‘রাঙ্গুনিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে চলছে অবৈধ ইটভাটা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে ‘ঢাকাপ্রকাশ’।
এসজি
