টাকার অভাবে আটকে আছে রমেনার চিকিৎসা, সহায়তার আবেদন
রমেনা খাতুন অপারেশন পরবর্তী রোগে আক্রান্ত। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের সহায়-সম্বল শেষ। ভ্যানচালক স্বামী সিরাজুল ইসলাম সাধ্যমতো করেছেন। কিন্তু এখন অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা আর চালিয়ে যেতে পারছেন না। এজন্য সবার সহযোগিতার আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি।
সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের বাসিন্দা রমেনা খাতুন। কেউ বাড়িতে গেলে অসহায় চোখে তাকিয়ে থাকেন তিনি। মাত্র ৫০ হাজার টাকার জন্য অপারেশন করতে পারছেন না। অপারেশন হলে সুস্থ হয়ে উঠবেন তিনি।
জানা যায়, রমেনা খাতুনের স্বামী সিরাজুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। অভাব অনটনের সংসার। তার উপরে স্ত্রীর দুইবার অপারেশন করে যা ছিল সব শেষ করে ফেলেছেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘ডাক্তার আবারও অপারেশনের জন্য বলেছেন। ৬ মাস আগে সদরের সততা ক্লিনিকে বাইপাস সার্জারি করানো হয়েছে। এক মাস আগে আবারও করতে হয় অপারেশন। প্রায় ৩ লাখ টাকা এর মধ্যে খরচ হয়ে গেছে। আরও ৫০ হাজার টাকা প্রয়োজন।’
এই টাকা সংগ্রহ করা দরিদ্র স্বামী ও পরিবারের পক্ষে সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন রমেনা খাতুনের পরিবার। হৃদয়বান ও সামর্থবান ব্যক্তিদের সহায়তাই এখন পারে রমেনা খাতুনকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।
রমেনা খাতুনের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৭৯২৫১৯৭২৩।
জিএফ/এএন