খাগড়াছড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধাবঞ্চিত গ্রামবাসীদের মাঝে অবশেষে পানি সরবরাহ করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) দুপুরে নয়মাইল ত্রিপুরা পাড়া এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্প উদ্বোধনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করা হয়। প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান ও জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আহ্বায়ক কমিটির সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কোটি টাকা ব্যয়ে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের মাধ্যমে ৭ হাজার ৭৮৫ মিটার সংযোগের মাধ্যমে নয়মাইল এলাকার ২৫০ পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে।
পরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ঠিকাদারদের সহায়তায় ৩ শতাধিক স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসজি
