লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ও বৃদ্ধসহ ৬ হাজার অসহায় পেল কম্বল

লক্ষ্মীপুর পৌরসভার প্রতিবন্ধী ও বৃদ্ধসহ ৬ হাজার অসহায় পেল শীতের কম্বল। আজ রবিবার (৮ জানুয়ারি) সকালে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া নিজ বাসভবন সংলগ্ন মাঠে কম্বল বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে ১৫টি ওয়ার্ডের ৫টি স্থানে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ ব্যাপারে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া জানান, দীর্ঘদিন থেকে তীব্র শীতে কাঁপছে লক্ষ্মীপুরের বাসিন্দারা। এই শীতে পৌর এলাকায় অনেকে অসহায় জীবনযাপন করছে। তাদের শীত নিবারন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিবন্ধী ও বৃদ্ধসহ ৬ হাজার বাসিন্দাদের একযোগে কম্বল বিতরণ করা হচ্ছে।
মেয়র আরও জানান, পৌরসভার ৫টি ওয়ার্ডে একযোগে এ কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে আরো সুবিধাবঞ্চিতদের মাঝে পর্যায়ক্রমে শীত কম্বর বিতরণ করা হবে। আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
এসআইএইচ
