‘কদিন শীতে খুব কষ্ট পাচ্ছিলাম, আজ কম্বল পেলাম’
কদিন শীতে খুব কষ্ট পাচ্ছিলাম, বয়স বেড়েছে শীত বেশি লাগে গায়ে। অনেককে বলেছিলাম একটি মোটা কম্বলের কথা। তাও একটা কম্বলও কেউ দেয়নি। আজ একটা কম্বল পেলাম। এখন আর কাউকে বলব না কম্বলের কথা। এই কম্বল জড়িয়ে শীত নিবারণ করব।
রবিবার (৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ‘বক্তারপুর ইউনিয়ন প্রবীণ সমিতি’ নামের একটি স্থানীয় সংগঠনের শীতবস্ত্র বিতরণকৃত কম্বল পেয়ে এভাবেই আক্ষেপ করে কথাগুলো বলছিলেন ৮০ বছরের বৃদ্ধা রাফিনা বেওয়া।
শুধু রাফিনা বেওয়া নয়, তার মতো এই সংগঠনের উদ্যোগে কম্বল পেয়েছেন এরকম অসহায় ৩০০ প্রবীণ।
৭০ বছরের বৃদ্ধ খোরশেদ আলম বলেন, শীতে খুব কষ্টে জীবন কাটাতে হয়। এ কম্বল আমার খুবই উপকারে আসবে। যারা দিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুন।
৮০ বছরের বৃদ্ধা রেজিয়া বলেন, আমরা গরিব। অসহায় মানুষ। যে ঠান্ডা পড়েছে কম্বল খুব দরকার ছিল। কিন্তু কম্বল দেয়নি। চঞ্চল ভাই প্রথম একটা কম্বল দিল। কম্বল পেয়ে আমি খুশি।
এসময় শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তারপুর ইউপি চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, প্রবীণ সমিতির সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, সাধারণ সম্পাদক এসএম আল বেরুনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসজি