টেকনাফে ৪ কৃষককে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকা থেকে ৪ কৃষককে অপহরণের অভিযোগ করেছে তাদের পরিবার। প্রাথমিকভাবে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে তারা অপহরণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় পাহাড়ি ক্ষেত থেকে ওই ৪ কৃষক বাড়ি ফিরে না আসায় ধারণা করা হচ্ছে ভোরে হ্নীলার লেচুয়া প্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।
অপহৃতরা হলেন- উপজেলার হ্নীলা লেচুয়া প্রাং এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম।
তাদের স্বজনরা জানান, অপহৃত ৪ জনই কৃষক। পাহাড়ি এলাকায় হাতি আক্রমণ করে চাষাবাদের জমি নষ্ট করায় প্রতিদিন রাতে কৃষকরা ক্ষেত পাহারা দিতে যান এবং পরেরদিন সকালে ফিরে আসেন। গতকাল ওই ৪ জন ক্ষেত পাহারা দিতে গিয়ে পরের দিন আর ফিরে আসেনি। তাই ধারণা করছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে তারা অপহৃত হয়েছেন।
এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ জানান, তিনি ঘটনার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করেছেন। পাশাপাশি তিনি এ বিষয়ে আরও খোঁজ নিচ্ছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, অপহরণের বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এসজি
