কক্সবাজারে জিপ উল্টে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে মমতাজ বেগম (৬১) নামে ১ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ পর্যটক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৬জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ি-সংলগ্ন সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে ফেরার পথে জিপ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ওই জিপটির পেছনে আরেকটি জিপ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন মমতাজ বেগম। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
এমআইএইচ
