আড়াই কোটি টাকার ইয়াবাসহ প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ জানুয়ারি) বিকালে র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রাম থেকে মঙ্গলবার রাতে ইয়াবাসহ প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সজিব, গ্রাম পুলিশ মো. ইব্রাহিম ও যুবলীগ আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) নুরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মনির চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেনের ভাগিনা। এ ছাড়া ইব্রাহিম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ ও আমির ওই ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
এজাহার সূত্র জানায়, মনির বাসায় ইয়াবা রেখে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পলাতক ও অজ্ঞাত আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মনির, গ্রাম পুলিশ ইব্রাহিম ও যুবলীগ নেতা আমিরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ার টাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বলেন, যুবলীগ নেতা ইয়াবাসহ আটকের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, মনিরসহ গ্রেপ্তারকৃতরা খারাপ প্রকৃতির লোক। তারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মনির পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইব্রাহিম গ্রাম পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হবে।
এসজি