হিলিতে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
দিনাজপুরের হিলিতে মৎস্য সংরক্ষণ আইণে ২ জন ব্যবসায়ীকে ২ হাজার ৫ শত টাকা ও ২ জন হোটেল মালিকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার বিকেলে হিলি বাজার ও পোর্ট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই অর্থদণ্ড প্রদান করেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ঢাকা বিরায়ানি হাউজের মালিককে তিন হাজার টাকা ও লিজামনি হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এ দুই জন ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন,মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এ দুই জন ব্যবসায়ীকে ২ হাজার ৫০০ টাকা,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঢাকা বিরিয়ানি হাউজকে ৩ হাজার টাকা এবং লিজামনি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তিনটি হোটেলকে সর্তক করা হয়েছে।
এএজেড