নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা

মাঠজুড়ে একই রঙের পোশাকে বসে আছে হাজারো শিক্ষার্থী। পৌষের সকালের শীত যেন তাদের গায়েই লাগছে না। সবার হাতে নতুন বই। আনন্দে উদ্বেলিত তারা। কখনো হর্ষধ্বনি দিয়ে উঠছিল। কখনো একসঙ্গে বই উঁচু করে দেখাচ্ছিল। তাদের আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে পুরো মাঠে।
নতুন বছরের প্রথম দিন রবিবার (১ জানুয়ারি) এমনই দৃশ্য ছিল গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সকালে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। মহামারি নিয়ন্ত্রণে এসেছে, তাই আজ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।
আফরা হোসাইন মিথি এবার সপ্তম শ্রেণিতে উঠল। নতুন বই হাতে পেয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে দেখছিল মুগ্ধতার সঙ্গে। কাপাসিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থীর নাম জিজ্ঞেস করতেই লজ্জা পেয়ে বইয়ের ভাঁজে মুখ লুকিয়ে বলে ‘আফরা হোসাইন মিথি’।
পাশেই বসা ইসফা মেজবিন সিফা, নিশাত তাবাচ্ছুম ও তার মা শিরিন শীলা। তিনি জানান, নতুন বইয়ের জন্য এখানে আসবে বলে রাত থেকেই ওর কতরকম প্রস্তুতি যে চলছিল। আগ্রহের আতিশয্যে ভোর না হতেই ঘুম ভেঙে যায় নিশাতের।
অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া সরকার। পাশের চেয়ারে তার মা পার্বতী সরকার। প্রীতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আঁকা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছে। মা পার্বতী সরকারের অনুভূতি জানতে চাইলে বলেন, ‘অভিভাবক হিসেবে আনন্দটা ভাষায় প্রকাশের মতো নয়। ভীষণ ভালো লাগছে। বছরের প্রথম দিনই বই হাতে পেলে একজন শিক্ষার্থী কতটা খুশি হয়, তা না দেখলে কেউ অনুভব করতে পারবে না।’
বছরের প্রথম দিন আড়ম্বরপূর্ণভাবেই গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ১০ টায় বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ও গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ অনেকে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান জানান, জেলায় এ বছর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর হাতে ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করে। এর মধ্যে বই উৎসবের প্রথম দিনে কাপাসিয়া উপজেলার ৩১টি স্কুল এবং ৬টি মাদ্রাসার ৬ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মনোয়ার হোসেন জানান, বই উৎসবে সারাদেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮৩৩টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।
এসএন
