প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
নির্বাচনকে কেন্দ্র করে হওয়া মামলায় স্বতন্ত্র প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জানুয়ারি) নৌকার প্রার্থী রাজিবুল ইসলামের করা এই মামলায় ভোটের এক সপ্তাহের মাথায় বিকাল তাকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা পুলিশ।
পঞ্চম ধাপের ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে শফিক বিশ্বাস মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন থেকে নৌকা প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন।
নির্বাচনী প্রচারণা চলাকালে নৌকা প্রতীক প্রার্থীর দুইটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা নিয়ে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে প্রধান আসামি করে মামলা করেন রাজিবুল ইসলাম।
মামলাসূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ২ জানুয়ারি রাতে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে নৌকা প্রতীক প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় এবং ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া একইদিন রাতে কামারঘোনা এলাকার রব মিয়ার মুদি দোকানের পাশে অবস্থিত নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলা হয় এবং আগুন দিয়ে পোড়ানো হয়। অগ্নিসংযোগ করে প্রধানমন্ত্রীর ছবি ও ছবির ফ্রেম ভাঙচুর করা হয়। এ সময় তাদেরকে বাধা দিলে রাজিবুল হাসানের কর্মী আরিফ ও মানিক মিয়াকে পিটিয়ে জখম করা হয়।
এ ঘটনায় নৌকা প্রতীকের প্রাথী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিককে প্রধান আসামী করে ৫০ জনের নামসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হরিরামপুর থানায় মামলা করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান শফিক ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামী। আজ বিকালে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএস/এমএমএ/