কক্সবাজারে থার্টিফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা
ইংরেজি নববর্ষ বরণ ও পুরাতন বর্ষ বিদায়ে আশানুরূপ পর্যটক নেই কক্সবাজারে। গেল কয়েকবছর ধরে উন্মুক্ত আয়োজন বন্ধ থাকায় এমন অবস্থা বলছেন ব্যবসায়ীরা। এবারও উন্মুক্তস্থানে থার্টিফার্স্ট নাইট উদযাপনে রয়েছে নিষেধাজ্ঞা।
পর্যটন ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, কক্সবাজারে উন্মুক্ত আয়োজন বন্ধ থাকায় অনেকটা বিনোদনহীন সময় পার করতে হয় পর্যটকদের। তারকা মানের হোটেলগুলোতে আলাদা আলাদা আয়োজন থাকে, যেখানে বিশেষ একটা শ্রেণির জন্য প্রবেশাধিকার থাকে। সর্বজনীন আয়োজন বন্ধ থাকায় এমন হতাশাজনক অবস্থা।
তিনি বলেন, পর্যটকদের জন্য সমুদ্র সৈকতে আয়োজন না থাকায় হোটেল বুকিং হয়েছে মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ। এভাবে আয়োজন না হতে থাকলে আগামী বছর থেকে পর্যটক খরায় ভুগবে কক্সবাজার।
তবে তারকা মানের হোটেলগুলোতে এর তেমন একটা প্রভাব নেই। তাদের হোটেলের নিজস্ব আয়োজন ঘিরে অতিরিক্ত কক্ষ বুকিং হয়েছে বলে জানান কক্সটুডের কর্মকর্তা আবু তালেব।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত আয়োজন বন্ধ থাকবে। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে সমুদ্র সৈকত ছাড়াও আশপাশের যেসব পর্যটনকেন্দ্র রয়েছে সেখানেও বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা।
তবে নিরাপত্তা আরও বাড়িয়ে থার্টিফার্স্ট নাইট ঘিরে সৈকতের উন্মুক্তস্থানে আয়োজনসহ বিনোদনমূলক নানান আয়োজন বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।
এসজি