সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার
সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার দিবাগত (১২ জানুয়ারি) রাত ১টার দিকে সিলেটের মোগলাবাজার ধানাধীন শ্রীরামপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের মৃত আবদুল আলিমের ছেলে শহিদুল ইসলাম শাহিন (৪০) ও মোগলাবাজার থানার দক্ষিণ সুলতানপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে আশিকুর রহমান (৩৫)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, এই চক্রের হাতে বন্দি হওয়া সিলেটের এক যুবক সম্প্রতি ভারত থেকে পালিয়ে এসে আমাদের কাছে অভিযোগ করেছেন। পরে এ বিষয়ে র্যাব-৯ তদন্ত শুরু করে এবং ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, এটি একটি ভয়ঙ্কর চক্র। তারা নানা প্রলোভন দেখিয়ে নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশে যুবক-যুবতী ও তরুণ-তরুণীদের পাঠিয়ে সেখানে থাকা চক্রের সদস্যদের হাতে জিম্মি করায়। পরে চাপ দিয়ে বন্দির পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
ডিডি/এসআইএইচ