জাতীয় পর্যায়ে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষিকা সেলিনা
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা হিসেবে জাতীয় পর্যায়ে যাচ্ছেন বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা আক্তারকে সেরা শিক্ষিকা হিসাবে নির্বাচিত করেন।
এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হন। পরবর্তিতে বিভাগীয় পর্যায়ে বরিশাল অঞ্চলের সেরা শিক্ষিকা নির্বাচিত হয়ে তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে আগামী ৪ জানুয়ারি তিনি ঢাকায় অংশ গ্রহণ করতে যাচ্ছেন। সেলিনা আক্তারের এ শ্রেষ্ঠত্ব অর্জণে শিক্ষা বিভাগ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়।
সেলিনা আক্তার ২০০১ সালে বেতাগী সদর ইউনিয়নের খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে অনলাইনে আন্তরিকতার সাথে পাঠদান করানোর ফলে তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে সাড়া ফেলেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার বললেন, তিনি শিক্ষার্থীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ, শ্রেণি কক্ষে উন্নত ও সময়োপযোগি পাঠদান, প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডে স্বর্তস্ফুত অংশ গ্রহণের পাশাপাশি মানুষ হিসেবেও তিনি সর্বদা হাসিখুশি, মানবিক ও সদালাপী। শুধু তাই নয় ক্ষুদে শিক্ষার্থীদের কাছেও তিনি আপনজন।
এ বিষয়ে বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনা কালীণ অনলাইনে পাঠদানের কারণে শিক্ষার মান অক্ষুন্ন থাকে এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের ফলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তার সার্বিক কর্মকান্ডের বিবেচনায় আশা করি তিনি জাতীয় পর্যায়েও সম্মান বয়ে আনতে সক্ষম হবেন।
এএজেড