শামীম ওসমানের আচরণবিধি লংঘন শাস্তি যোগ্য নয়: সিইসি
শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লংঘন, তবে শাস্তির আওতায় আনার মতো নয়- বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মর্গ্যান বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবে না। প্রচারণায় নামলে আচরণবিধি লংঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে এমন কোনো আচরণবিধি লংঘন করেননি তিনি।
এর আগে সিটি নির্বাচনের দায়িত্বে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারদের মতবিনিময় করেন সিইসি। পরে তিনি সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোন শঙ্কা নেই। ভোটাররা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠ ভোট গ্রহণ লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কেএম নুরুল হুদা বলেন, যারা রাজনীতি করেন তারা তাদের মতো অনেক কথা বলতে পারেন। আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোন সুবিধা অসুবিধা হয় তাহলে হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে কোন রকমের শৈথল্য নেই।