ফুলগাজীতে কৃষি জমির মাটি কাটার মহোৎসব
ফেনীর ফুলগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চলছে মাটি দস্যুদের কৃষি জমির মাটি কাটার মহোৎসব। কৃষি জমির মাটি রাতের আঁধারে এবং দিন কেটে নিছে অসাধু চক্র।
জানা গেছে, ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এই কৃষি জমির মাটি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক মাটি ব্যবসায়ী। এরা স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে তাদের ছত্রছায়ায় থেকে এ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। কেউ বাধা দিচ্ছে না তাদের। হরহামেশায় কৃষি জমির মাটি বিক্রি করছে তাদের। এতে করে কৃষি জমি হুমকির মুখে পড়েছে। ভবিষ্যতে যেসব জমিগুলোতে মাটি কাটা হচ্ছে ওইসব জমিগুলোতে ফসল উৎপাদনে ব্যর্থ হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।
যেভাবে মাটি কাটা হচ্ছে, এভাবে প্রতিনিয়ত ধ্বংসের মুখে পড়ছে রাস্তাঘাটসহ কৃষি জমি। তাই এলাকার সর্বস্তরের জনগণ এই মাটি ব্যবসায়ীদের রুখে দিতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছেন।
আরও জানা গেছে, উপজলার বদরপুর এলাকার এমরান, মাদারপুর এলাকার আবু মেম্বার, ফুলগাজী উপজলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম, পিন্টু, সালাউদ্দিন, মো. ইব্রাহিম এবং মুন্সিরহাটের কমুয়া পৈথারা, মো. মূসা ও ফরিদের নেতৃত্বে দিন-রাত্রে চলছে মাটি কাটার মহোৎসব।
এ প্রসঙ্গে কৃষক আবু তাহের জানান, যেভাব মাটি কাটা শুরু হয়েছে যেন কে বা কারা তাদের লাইসেন্স দিচ্ছে। মাটি কাটার জন্য রাস্তাঘাট যেমন ধ্বংস হচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে কৃষি জমি। কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই ব্যবসায়ীরা মাটি কাটছে, যা সত্যিই দুঃখজনক ব্যাপার।
তিনি আরও জানান, কেন প্রশাসন দেখেও দেখছে না একমাত্র আল্লাহই ভালো জানে। তারপরও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে যদি মাটি কাটা বন্ধ করা না যায় তাহলে ভবিষ্যতে অনেক দুর্ভোগ পোহাতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানার জানান, সবাইকে সচেতন হতে হবে। প্রথমত যে জমির মাটি কাটা হচ্ছে ওই জমির মালিককে যদি আইনের আওতায় আনা হয় তাহলে অনেকটা মাটি কাটার দাপট কাটানো সম্ভব হবে বলে জানা যায়। দ্বিতীয়ত সকল কৃষকদের এ মাটি কাটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। এদেরকে রুখে দিতে হবে। যারা এই মাটিগুলোকে বিক্রি করে তাদের কয়েকজনকে ধরে যদি আইনের আওতায় আনা হয় তাহলে অনেকটা কমে যাবে মাটি কাটা।
এ ব্যাপারে উপজলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন জানান, মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদর অভিযান অব্যাহত থাকব। আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারা যেখানে মাটি কাটা শুরু করছে আমরা খবর পাওয়ামাত্রই সেখান গিয়ে অভিযান পরিচালনা করছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসআইএইচ