সুরমায় ধরা পড়ল ৮০ কেজির বাঘাইড়
বুধবার সন্ধ্যা প্রায় হয়ে আসছে। সিলেট নগরীর লালবাজারে একটি মাছ ঘিরে মানুষের ভিড়। এগিয়ে গিয়ে দেখা যায় বিশালাকারের একটি বাঘাইড় মাছ। যার আনুমানিক ওজন হবে ৮০ কেজি। সুরমা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। আর বিশাল আকারের এ মাছটি দেখতেই ভিড়। কেউ কেউ ছবি তুলছেন, ছুঁয়ে দেখছেন।
মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট নগরীর ১১ নং ওয়ার্ড এর কাজির বাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন ১ লাখ টাকা। তবে একক ভাবে কেউ না নিলে কেটে বিক্রি করা হবে বলে জানান তিনি।
বুধবার (১২ জানুয়ারি) সকালে মাছটি নগরের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
মাছের বিক্রেতা মো. বেলাল মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, মাছটি লামাকাজী এলাকায় ধরা পড়ার পর জেলের থেকে তিনি কিনে আনেন।
মো. বেলাল মিয়া আরও জানান, একসঙ্গে কেউ না নিলে বৃহস্পতিবার সকাল ১০টায় কেটে বিক্রি করবেন। কেটে বিক্রি করলে কেজি ১৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হবে। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে কয়েকজন নামও লিখিয়েছেন।
এসইউ/এমএমএ/