রসিক নির্বাচনে ৬৮ কেন্দ্রে এগিয়ে জাপার লাঙ্গল
রংপুর সিটি কর্পোরেশনে বড় ধরনের কোনো ঝামেলা ছাড়াই ইভিএমের মাধ্যমে দিনভর রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এখন ফলাফল অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে আসতে শুরু করেছে নির্বাচনী ফলাফল। ২২৯টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের ফলাফল বেসরকারী ভাবে এসেছে।
প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। ৬৮ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল লাঙ্গল ৩৯৩৩৪ হাজার ভোট। সতন্ত্র প্রর্থী হাতি ৯ হাজার ৪৬৬ ভোট আর নৌকা৬ হাজার ৫৯৫৭ ভোট।
রংপুর সিটি করর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বদ্বিতা করছেন।
সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। রংপুর সিটি করর্পোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ২২৯টি কেন্দ্রে বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।
এএজেড