যুদ্ধক্ষেত্রে সাফল্য অর্জনে জনগণের সহায়তা দরকার: সেনাপ্রধান
ফাইল ফটো
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে শীতকালিন প্রশিক্ষণে নিয়োজিত আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট একটি নিদের্শনা আমার প্রতি দেওয়া আছে। যখন আমরা বাহিরে থাকব, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করব। আমরা যখন জনগণের কাছে আসি, সব সময় জনকল্যাণমূলক কিছু করার চেষ্টা করি। জনগণের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। সেই সঙ্গে যারা অসুস্থ আছেন তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়াসহ ওষুধ বিতরণ করছি। এর বাহিরেও আমরা গবাধি পশুর চিকিৎসা ও কৃষি সামগ্রী সহায়তাসহ অন্যান্য সহায়তা দিয়ে আসছি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের দায়িত্বপূণ এলাকা দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি যে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য অর্জন করতে হলে অবশ্যই জনগণের সহায়তা দরকার। পৃথিবীর কোনো সেনাবাহিনী জনগণের সহায়তা ছাড়া জয়লাভ করতে পারেনি। বর্তমানের নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রশিক্ষণের জন্য ফাঁকা জায়গা পাওয়া মুশকিল। তাই জনগণের দ্বারগোড়ায় এসে প্রশিক্ষণ করায় জনসম্পৃক্ততা আরও বেড়ে গেছে। মানুষকে বুঝিয়ে আমাদের প্রশিক্ষণগুলো করতে হবে। সবসময় আমাদের চেষ্টা থাকে, যখন আমরা জনগণের ভিতরে থাকি, তারা যেনো অনুভব করে সেনাবাহিনী তাদেরই, সেনাবাহিনী যাই করবে তাদের ভালোর জন্যই করবে।
এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করেছে। তিনি সৈনিকদের মনোবল উন্নত রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।
এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলার পৌর এলাকার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ১৮০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনা প্রধান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল মো. খালেদ আল মামুন, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম (সেবা), ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামসহ প্রমুখ।
এদিকে দিনব্যাপী এলাকায় অসহায়, দুস্থ ও গরীব মানুষদের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগ, বায়ুবাহিত বিভিন্ন রোগ, গর্ভবর্তী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদানসহ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের ছানি, চালসে ও দীর্ঘ দৃষ্টি ইত্যাদি রোগের চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়।
এ ছাড়াও বিনামূল্যে ‘কৃষক বান্ধব ভেটেরিনারি সেবা ক্যাম্পেইন’ এর অংশ হিসেবে গবাদিপশু ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা এবং চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খামারিদের গবাদিপশু পালন, ব্যবস্থাপনা ও খামার স্থাপন সংক্রান্ত কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে।