ভারতে আটকের ৮ দিন পর দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি

ভারতে গিয়ে অবৈধভাবে কাজ করার অপরাধে আটক ১৭ বাংলাদেশিকে ফেরত দিল ভারত সরকার। ৮ দিন আটকে রাখার পর শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসারা হলেন- সাতক্ষীরা জেলার আশাশুনি থানার রামপদ বিশ্বাস (৪০) শংকর কুমার (৩৯) রবীন্দ্র নাথ (৪৫) চন্দন কুমার (৩৭) ধর্মদাস (৪৮) দেবাশিষ (৪৩) বাবু (৪৫) দেবপ্রদীপ (৪২) গবিন্দ (২৯) তপন কুমার বিশ্বাস (৩২) মিলন মাঝি (৩৪) হরিদাস কুমার মঝি (৫৪) দিপংকর (৩৪) সুমেশ কুমার (৪৩) গৌরপদ মাঝি (৩৮) অমৃত মাঝি (৩৯)ও চট্রগাম জেলার লাউজান থানার আদেশ কুমার বড়ুয়া (৪৫) ।
ভারত থেকে ফেরত আসা রামপদ বিশ্বাস জানান, তারা ভারতের ব্যাঙ্গালারু শহরে বেশী শ্রমের মুজুরির জন্য ধান রোপনের কাজ করছিলেন। একদিন কাজ করার পর তাদের ভারতীয় পুলিশ আটক করে। পরে আদালতের মাধ্যেমে তাদের একটি শেল্টার হোমে রাখে। এরপর আজ তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন। তাদের সকলের পাসপোর্ট ও ভিসা আছে। তবে অবৈধভাবে কাজ করার অপরাধে তাদের আটক করে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ফেরত আসা বাংলাদেশিরা পাসপোর্টের মাধ্যমে গত ১৬ ডিসেম্বর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যায়। সকলের ভিসা ছিল। সেদেশে প্রবেশ করে তারা ব্যাঙ্গালুরু প্রদেশে ধান রোপনের কাজ করছিল। পুলিশ জানতে পেরে তাদের আটক করে। ফেরত আসাদের যশোর রাইটস নামে একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করেছে।
এ ব্যাপারে রাইটস যশোরের এরিয়া কোয়ার্ডিনেটর বজলুর রহমান বলেন, ভারত থেকে ফেরত আসাদের যশোর রাইটসের শেল্টার হোমে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসআইএইচ
