কেরু এ্যান্ড কোম্পানীর আখ মাড়াই মওসুম শুরু

২০২২-২৩ আখ মাড়াই মওসুম শুরু করেছে দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী। এ বছর মাড়াই মওসুম সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চিনিকল কর্তৃপক্ষ। চলতি মওসুমে ৫৩ মাড়াই কার্য দিবসে ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৮৪০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। চিনি আহরন হার ধরা হয়েছে শতকরা ৬ দশমিক ২ ভাগ।
শুক্রবার বিকেলে চিনিকলের কেন কেরিয়ারের পাশে দোয়া ও মাহফিল অনুষ্ঠান শেষে ডোঙ্গাতে আখ ফেলে মৌসুমের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু প্রমুখ। এছাড়াও কেরু চিনিকলের কর্মকর্তা-কমচারীসহ আখচাষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কের'র জিএম (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে চিনিকল এলাকার দুই জন সেরা আখাচাষীকে ক্রেষ্ট উপহার দিয়ে পুরস্কৃত করেন বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প করপোরেশনের চেয়ারম্যান। এ সময় বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেন, চিনি শিল্প নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। আখও চিনি মূল্য বৃদ্ধি করেছে। আগামীতেও আখের মূল্য বাড়বে। কেরু এ্যান্ড কোম্পানী নিয়েও নতুন নতুন পরিকল্পনা গ্রহন করা হচ্ছে। এ ছাড়াও বন্ধ ৬টি চিনিকল নিয়েও পরিকল্পনা চলছে।
চিনিকল কর্তৃপক্ষ জানায়, এ বছর ৪ হাজার ২৩০ একর জমিতে আখ দণ্ডায়মান রয়েছে। যার মধ্যে কেরুর নিজস্ব জমির পরিমাণ ১ হাজার ৫০ একর। বাকী ৩ হাজার ১৮০ একর কৃষকদের জমিতে আখ চাষ করা হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মিল গেটে ১৪০ টাকা থেকে বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা। এছাড়া আখক্রয় কেন্দ্রগুলোতে ১৩৬ টাকা থেকে বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী। চিনি উৎপাদন কারখানা, ডিষ্টিলারী, জৈব সার কারখানা ও ওষুধ কারাখানার সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছিল। সরকারিভাবে চিনির মুল্য বৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে চিনিকারখানাটি। তবে চিনির মুল্য বাড়লেও আশানুরূপ হারে আখের মূল্য বাড়েনি। আখের মূল্য বাড়ানোর দাবি চাষীদের।
কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোশরাফ হোসেন বলেন, মাড়াই মওসুম শুরু করতে চিনিকলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে চিনিকল এলাকায় আখের চাষ কম হয়েছে। এ জন্য এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে এসেছে। তবে এ মওসুমে লোকসান কমিয়ে আনতে সবাই কাজ করছে।
এ বছর দেশের ৯টি চিনিকলে আখ মাড়াই শুরু হবে। এর মধ্যে ২৫ নভেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলস, ২ ডিসেম্বর নাটোর সুগার মিলস, একই দিন রাজশাহী ও জিল বাংলা সুগার মিলস, ২৩ ডিসেম্বর দর্শনা কেরুজ, মোবারকগঞ্জ, ঠাকুরগাও ও ফরিদপুর চিনিকল, ৩০ ডিসেম্বর শুরু হবে জয়পুরহাট সুগার মিলের আখ মাড়াই মৌসুম।
এএজেড
