রসিক নির্বাচন
শতভাগ সেবার আগে কর নিইনি, কথা রেখেছি: মোস্তফা
রংপুর সিটি করপোরেশনের (রসিক) বর্ধিত ১৮টি ওয়ার্ডে শতভাগ সেবা নিশ্চিতের আগে কর না নেওয়ার যে নির্বাচনী ইশতেহার ছিল তা রেখেছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০১৭ সালের নির্বাচনের আগে বর্ধিত ওয়ার্ডগুলোতে শতভাগ নাগরিকসেবা নিশ্চিত করার আগে কর আরোপ না করার যে ইশতেহার দিয়েছিলাম তা আমি রেখেছি। আমরা এ পর্যন্ত ৭৫ ভাগ উন্নয়ন দিতে পেরেছি আরও ২৫ ভাগ বাকি। এই ২৫ ভাগ যখন দিতে পারব, যখন মনে করব শহরের তুলনায় পার্থক্য কমেছে তখন কর আরোপ করব। সেটা আরও দুই বছর পর।
১৮টি ওয়ার্ড ছাড়াই সর্বোচ্চ কর আদায় হয়েছে জানিয়ে সদ্য বিদায়ী এই মেয়র বলেন, ১৫টি ওয়ার্ডের আদায়কৃত করের টাকা দিয়ে ৩৩টি ওয়ার্ড চালিয়েছি। এজন্য কর আদায়কারী, কর নির্ধারণকারীসহ সংশ্লিষ্ট সবাইকে কাজে লাগাতে হবে। আমরা করদাতাদের বাড়িতে বাড়িতে গিয়ে নাগরিক দায়িত্ব কর দেওয়ার ব্যাপারে জানিয়েছি। লিফলেট এবং প্রচারণা করা হয়েছে বলেই কর আদায় বেড়েছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জেলা আহ্বায়ক আরিফুল ইসলামসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
এসজি