রসিক নির্বাচনে লাঙ্গলের জনপ্রিয়তা আকাশচুম্বী
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মনোনীত মেয়র প্রার্থী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পর্টির লাঙ্গলের জনপ্রিয়তা আকাশচুম্বী দেখে অন্যান্য প্রার্থীরা ঈর্শান্বিত হয়ে পরেছে। তাতেই পাগলের প্রলাপ বকছে। আমি তাদের বলবো বর্ধিত ওয়ার্ড গুলোর দিকে তাকিয়ে দেখুন। মাঠ পর্যায়ে গিয়ে দেখুন। বর্ধিত ওয়ার্ড গুলোতে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।
উন্নয়ন করা হয়েছে মসজিদ, মন্দির। নির্মাণ করা হয়ে দুটি স্টেডিয়াম। স্থাপন করা হয়েছে সড়ক বাতি। ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ ও ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ওয়ার্ডে বসে জন্ম ও মৃত্যুর সনদ প্রদান এবং কোভিড ১৯ এর নিবন্ধন এবং ভ্যাকসিন প্রদান কার্য্যক্রম পরিচালনাসহ বিভিন্ন জনসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার নগরীর রেলস্টেশন বাজার, ঘোড়া পীরের মাজার, বাবু পাড়া, রেল ক্রসিং ও তাজহাট এলাকায়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক মেয়র মোস্তফা বলেন, এখন রংপুরের যোগাযোগ ব্যবস্থাটা আগের তুলনায় অনেক ভালো। ভাঙ্গাচুড়া রংপুর ছিল, সেখান থেকে আমরা ঘুরে দাড়িয়েছি। আমার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন হলে আগামী দিনে রংপুর একটা দর্শনীয় শহরে পরিনত হবে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। নগরবাসি আমাকে যে দায়িত্ব দিয়ে ছিল। আমি তা যথাযথভাবে পালন করছি। যারা মুখে বুলি মারে। কুৎসা রডায়। তাদের অস্তিত্ব কোথায় আছে, তা খুঁজে দেখুন। আগামী ২৭ ডিসেম্বর রংপুর ভোট বিপ্লব ঘটবে। ভোটারদের উচ্ছাস এমনটাই বলছে। এমনকি এক তরফা ভোটও হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলামসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
এএজেড