রাঙামাটি-বান্দরবান সড়কে চলছে ৩৬ ঘণ্টার অবরোধ

নিখোঁজ স্কেবেটর(মাটি কাটার গাড়ি) চালককে উদ্ধারের দাবিতে রাঙামাটি-বান্দরবান সড়কে চলছে ৩৬ ঘণ্টার অবরোধ। আর এই অবরোধ চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটির ডাকে মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এ অবরোধ পালিত হচ্ছে।
অবরোধ ঘিরে আজ সকাল থেকেই রাঙামাটি-বান্দরবান ও বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজস্থলী থানা পুলিশ।
দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক অবরোধ সফল করতে সকাল থেকেই স্থানীয়রা অবস্থান নেয় রাঙামাটি-বান্দরবান ও বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়কে। এ পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মূলত অবরোধ কর্মসূচি উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ও রাজস্থলী উপজেলা সদরকেন্দ্রিক পালিত হচ্ছে। এদিকে মঙ্গলবার সাপ্তাহিক হাট হলেও বাঙ্গালহালিয়া বাজারে আশানুরূপ ক্রেতা-বিক্রেতার দেখা মিলেনি।
অবরোধ পালনকারী নেতা কাইয়ুম হোসেন মিরাজ জানান, নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে আমাদের টানা ৩৬ ঘন্টার অবরোধ চলছে। আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছি। এই সড়কে চলাচলকারী জরুরি পরিবহন, রোগীর গাড়ি অবরোধের আওতার বাহিরে রয়েছে।
এর আগে রবিবার (৪ ডিসেম্বর) সকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলীপাড়া নামক এলাকা থেকে স্কেবেটরচালক মো. সালাহ উদ্দিন নিখোঁজ হন। নিখোঁজের পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। ঘটনার পরদিন রাজস্থলী থানায় নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেন সালাহ উদ্দিনের বড় ভাই মো. আল আমিন হোসেন। এরপর ১০ ডিসেম্বর (বুধবার) রাজস্থলী উপজেলা পরিষদ মাঠে 'বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের' ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসআইএইচ
